জাপানে ভূমিকম্পের ৫ দিন পর ৯০ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার

জাপানে বছরের শুরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ১২৪ ঘণ্টা পর পশ্চিম জাপানের একটি ধসে পড়া বাড়ি থেকে  ৯০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের ফলে নোটো উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৭.৬ মাত্রার ভূমিকম্পের পরেও উপদ্বীপটির উত্তর প্রান্তে অবস্থিত সুজুর এই বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে পাঁচ দিনেরও বেশি সময় ধরে বেঁচে ছিলেন।

জাতীয়ভাবে সম্প্রচারিত সংবাদ ফুটেজে দেখা গেছে হেলমেট পরিহিত উদ্ধারকর্মীরা নীল প্লাস্টিক দিয়ে এলাকাটিকে ঢেকে দিচ্ছেন, যেখানে ওই নারীটিকে দেখা যাচ্ছিল না, তার অবস্থা  অস্পষ্ট ছিল। যদিও প্রথম ৭২ ঘণ্টা পরে ওই নারীর বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত হ্রাস পায়। 

মৃত ১২৬ জনের মধ্যে এক ৫ বছর বয়সী বালক রয়েছে ভূমিকম্পের কয়েকদিন আগে তার গায়ে ফুটন্ত পানি পরে। এরপর সে অনেকটা সেরে উঠছিল। কিন্তু ভূমিকম্পের পর তার অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং শুক্রবার তিনি মারা যান। ইশিকাওয়া প্রিফেকচারের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এখনও পর্যন্ত বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে ওয়াজিমা সিটিতে, যেটি উপদ্বীপের উত্তরে এবং একটি ভয়াবহ দাবানলের স্থান ছিল এবং সুজুত ৫০০  জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৭ জনের অবস্থা গুরুতর।