যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ক্রুকে মাতাল যাত্রীর কামড়, উড়োজাহাজ ফিরলো জাপানে

যুক্তরাষ্ট্রগামী এএনএ উড়োজাহাজের একটি ফ্লাইটে এক ক্রুকে কামড় দিলো এক মাতাল যাত্রীফলে, ১৫৯ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি জাপানে ফিরতে বাধ্য হয়বুধবার (১৭ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে

এয়ারলাইন্সের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ৫৫ বছর বয়সী আমেরিকান এক ব্যক্তি কথিতভাবে এক ক্যাবিনেট অ্যাটেনডেন্টের হাত কামড়ে দিয়েছেন। এতে হাতে সামান্য আঘাত পেয়েছেন ওই ক্রু। এ ঘটনার সময় ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে জানানো হয়।

জাপানি মিডিয়া জানিয়েছে,  পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছেন, ফ্লাইটে ঘুমের বড়ি খাওয়ার ফলে তখন ঠিক কী হয়েছিল সেসবের কিছুই মনে নেই তার।

জাপানি বিমান সংস্থাটি ওই যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে।

সম্প্রতি বিভিন্ন ঘটনার জেরে জাপানে উড়োজাহাজ চলাচল প্রভাবিত হচ্ছে। এরমধ্যে সর্বশেষ ঘটনা এটি এবং এএনএ উড়োজাহাজে দ্বিতীয় ঘটনা।

এর আগে শনিবার, জাপানের একটি অভ্যন্তরীণ এএনএ উড়োজাহাজের ককপিটের জানালায় একটি ফাটল দেখা গেলে ফ্লাইটটি বাতিল কর হয়।