আফগানিস্তানের আকাশে নিখোঁজ রুশ বিমান, বিধ্বস্তের আশঙ্কা

আফগানিস্তানের সীমানার ভেতরে ছয়জনসহ একটি রুশ বিমান নিখোঁজ হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিমান নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে আফগান পুলিশ বলছে, একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছে উত্তর আফগানিস্তানের পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ফ্লাইটটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। সেসময় আফগানিস্তানের সীমানার ভেতরে এসে সিগনাল হারিয়ে নিখোঁজ হয়েছে বিমানটি।

এদিকে রুশ বিমান নিখোঁজ হওয়ার পরপরই রবিবার বাদাখশান প্রদেশের পুলিশের মুখপাত্র জাবিহুল্লাহ আমিরি বলেন, একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছে উত্তর আফগানিস্তানের পুলিশ।

জাবিহুল্লাহ আমিরি রয়টার্সকে বলেন, একটি দলকে দুর্ঘটনার স্থানে পাঠানো হয়েছে। প্রত্যন্ত এলাকা হওয়ায় সেখানে পৌঁছতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগবে। তারপর সবকিছু জানা যাবে।