পাকিস্তানে ২৪ আসনে জয়-পরাজয়ের ব্যবধানকে ছাড়িয়েছে বাতিল ব্যালট

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৪টি নির্বাচনী এলাকায় বাতিল ব্যালটের সংখ্যা জয়-পরাজয়ের ব্যবধানকে ছাড়িয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি)এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২৬৫টি জাতীয় সংসদ নির্বাচনী এলাকা থেকে প্রায় ২০ লাখ ব্যালট পেপার বাতিল হিসেবে গণ্য হয়েছে। এরমধ্যে অন্তত ২৪টি আসনে বাতিল হওয়া ব্যালটের সংখ্যা জয়-পরাজয়ে ভোটের ব্যবধানের চেয়ে বেশি। প্রাদেশিক নির্বাচনের ফলাফল পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

এই ২৪টি আসনের ২২টিই পাঞ্জাবের, খাইবার পাখতুনখোয়ায় একটি এবং অপরটি সিন্ধুতে।

নির্বাচনী প্রতিযোগিতায় এই আসনগুলোর ১৩টিতেই জিতেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দাবি করেছে পাঁচটি আসন। আর পিটিআই-সমর্থিত স্বতন্ত্র পেয়েছে চারটি এবং অপর দুটি আসন জিতেছেন অন্য স্বতন্ত্ররা।