মিয়ানমারে বিদ্রোহীদের কাছ থেকে শহর পুনরুদ্ধারের দাবি জান্তার

মিয়ানমারের সাগাইং অঞ্চলের কাওলিন শহরটি পুনরুদ্ধার করেছে জান্তা সরকারের সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমার বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

শাসক বিরোধী একটি গোষ্ঠী মঙ্গলবার ভোরে অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত মিয়ানমারের বিকল্প সরকারের সেনাবাহিনীর সাথে প্রায় ১০ দিন ধরে ব্যাপক লড়াই চলে জান্তা সেনাবাহিনীর। সোমবার পুরো শহর পুনরুদ্ধার করে জান্তা বাহিনী। তবে পুরো শহরে ব্যাপক নৃশংসতা চালিয়েছে তারা।

৩ ফেব্রুয়ারি শহরের তিনদিক ঘেরাও করে জান্তা বাহিনী। আর তারপরই শহরটি পুনরুদ্ধারে অভিযান চালায় তারা। গত বৃহস্পতিবার থেকে জান্তা বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর মধ্যে লড়াই চলে। শনিবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ও পিডিএফ এর সঙ্গে ১৮টি জায়গায় জান্তা বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। তাদেরকে সাহায্য করে বিমান বাহিনী ও আর্টিলারি সেনা ইউনিট।

এসময় শহরের বিভিন্ন এলাকায় জান্তা ও প্রতিরোধ বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। জান্তা বাহিনীর বোমা হামলায় বেসামরিক লোকদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আহত হয় অনেক মানুষ।  

গত বছরের ৬ নভেম্বর কাওলিনের দখল নেয় পিডিএফ ও কেআইএ। গত মাসে সাগাইং অঞ্চলের আরেকটি শহর পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় জান্তা বাহিনী।