ধর্মঘটে অচল দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে সামরিক চিকিৎসক মোতায়েন

ধর্মঘটে অচল দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে সামরিক চিকিৎসক মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। রবিবার (১০ মার্চ) এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী চোঁ কিও-হং । কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ২০ সামরিক সার্জন ও ১৩৮ জনস্বাস্থ্য চিকিৎসককে ধর্মঘটে অচল ২০ হাসপাতালে চার সপ্তাহের জন্য নিয়োগ দেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ২৪০০ সামরিক চিকিৎসকের মধ্য থেকে অল্প সংখ্যককেই হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছে।

গত ২০ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট পালন করছেন দক্ষিণ কোরিয়ার একশটি হাসপাতালের অন্তত ১২ হাজার শিক্ষানবিশ চিকিৎসক। ফলে বিপর্যয়ের মুখে পড়েছে হাসপাতালগুলো। ফিরিয়ে দিতে হচ্ছে রোগীদের। চিকিৎসা পদ্ধতি বিলম্ব হচ্ছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগীরা। 

এদিকে, সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকদের লাইসেন্স স্থগিত করার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে, সবাইকে বার্তা পাঠানো হয়েছে। ৮ মার্চ পর্যন্ত চার হাজার ৯০০ শিক্ষানবিশ চিকিৎসকের কাছে বার্তাটি পাঠানো হয়েছে।

তিন মাসের মধ্যে কাজে ফিরে না গেলে ওই চিকিৎসকদের লাইসেন্স বাতিলের আল্টিমেটাম দিয়েছিল সরকার। সেই কার্যক্রম শুরুর আগে, আবারও সতর্ক করে চিকিৎসকদের ওই বার্তা পাঠানো হলো।  

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসক সংকট রয়েছে। ফলে সম্প্রতি অতিরিক্ত চিকিৎসক ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। তারপরই ধর্মঘটে নামেন শিক্ষানবিশ চিকিৎসকরা।