পুতিনের দেওয়া গাড়িতে চড়ে কিমের মহড়া পরিদর্শন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার দেওয়া একটি গাড়িতে চড়ে মহড়া পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব জোরদার করার স্পষ্ট প্রমাণ হিসেবে কিম প্রকাশ্যে ওই গাড়িতে চড়েছেন। শনিবার (১৬ মার্চ) এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সেপ্টেম্বরে রাশিয়া সফর করেছিলেন  কিম। তখন পুতিনের সঙ্গে দেখা করার সময় দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর পর থেকেই উভয় দেশ নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পশ্চিমারা।

তারা অভিযোগ করেছিল, রাশিয়াকে আর্টিলারি শেল এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য পুতিনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। তবে পশ্চিমাদের এমন দাবি অস্বীকার করেছিল দেশ দুটি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, শুক্রবার রাশিয়ান অরাস লিমুজিনে কিমের যাত্রা নিয়ে তার বোন ইয়ো জং বলেছেন, এটি ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের স্পষ্ট প্রমাণ, যা একটি নতুন উচ্চ মাত্রায় ব্যাপকভাবে বিকশিত হচ্ছে।’

কেসিএনএ জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ বার্ষিক মহড়া শেষ হওয়ার পর শুক্রবার যুদ্ধবিমানের মহড়ার পরিদর্শন করেছেন কিম জং উন। এসময় যুদ্ধের জন্য ‘চূড়ান্ত’ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন তিনি।

কিম বলেছেন, ‘যুদ্ধের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত বাস্তবসম্মত প্রশিক্ষণই কেবল সেনাদের প্রকৃত যুদ্ধের জন্য যোদ্ধা হিসেবে প্রস্তুত করতে পারে।’