আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৮ জন। রবিবার (১৭ মার্চ) সকালে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় দুর্ঘটনাটি ঘটে। মার্কিন সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হেলমান্দ প্রদেশের এক ট্র্যাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ বলেছেন,দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে একটি মোটরবাইক একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা মারে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

হেলমান্দের পুলিশ প্রধানের এক মুখপাত্র জানান, আহত ৩৮ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। প্রায়ই সেখানে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। খারাপ রাস্তা ও চালকের অসতর্কতার কারণে ত দুর্ঘটনাগুলো ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেলমান্দ ট্র্যাফিক বিভাগ।