দুর্নীতির দায়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার (২০ মার্চ)এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে,ভ্যান থুং দলীয় নিয়ম ভঙ্গ করেছেন এবং দলের সুনামকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছেন।

তবে ভ্যান থুং তার নিজ প্রদেশে দুর্নীতি কেলেঙ্কারির সাথে জড়িত থাকায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছরদুর্নীতির দায়ে পদত্যাগে বাধ্য হন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক। তার জায়গায় গত বছরই প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় ভ্যান থুংকে।

ভ্যান থুংয়ের আনুষ্ঠানিক পদত্যাগপত্র অনুমোদনের জন্য জাতীয় পরিষদের বৈঠক বসবে আগামীকাল বৃহস্পতিবার।

একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিকমাত্র। এটি দেশটির শীর্ষ চারটি পদের একটি। দল ও শাসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।

দলের মূল নেতৃত্বে দুর্নীতিকে একটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে ঘুষবিরোধী অভিযান শুরু করা হয়েছে। তবে মাত্র এক বছরের মধ্য দুর্নীতির দায়ে দুইজন প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করা হলো। ধারণা করা হচ্ছে, এতে কমিউনিস্ট পার্টির পক্ষে দুর্নীতি মোকাবিলা করা কঠিন হয়ে উঠেছে।