সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা

গাড়ির ধোয়া ও বাগানের পরিচর্যার মতো অত্যাবশ্যক নয় এমন কাজে সুপেয় পানি ব্যবহার করায় ২২ পরিবারকে জরিমানা করেছে ভারতের বেঙ্গালুরুর কর্তৃপক্ষ। প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার রুপি করে জরিমানা দিতে হবে। সোমবার (২৫ মার্চ) বেঙ্গালুরু কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ বোর্ড জানিয়েছে, ২২টি পরিবারের কাছ থেকে  ১ লাখ ১০ হাজার রুপি জরিমানা আদায় করা হয়েছে। 

চলতি মাসের শুরুতে বোর্ডের পক্ষ থেকে সুপেয় পানির সাশ্রয়ী ব্যবহারের সুপারিশ করা হয়েছিল। রাজ্যে সুপেয় পানির ঘাটতির কারণে এই পরামর্শ দেওয়া হয়। বাসিন্দাদের গাড়ির ধোয়া, নির্মাণ ও বিনোদনের কাজে সুপেয় পানি ব্যবহার না করতে বলা হয়েছিল।

বোর্ড  জানিয়েছে, বারবার নির্দেশ অমান্যের কারণে অতিরিক্ত ৫০০ রুপি জরিমানা করা হবে।

হোলি উৎসবের মৌসুমে স্থানীয়দের বলা হয়েছিল, পুল পার্টি ও রেইন ড্যান্সের জন্য কূপ ও কাবেরি নদীর পানি ব্যবহার না করতে। পানির ব্যবহার কমাতে হোটেল, অ্যাপার্টমেন্ট ও শিল্পকারখানায় অ্যারেটর স্থাপনে উৎসাহ দিয়েছিল। 

ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে প্রতিদিন ৫০ কোটি লিটার পানির ঘাটতি রয়েছে।