ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ

ইউক্রেন ইস্যু নিয়ে ফোনে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৃহস্পতিবার (২৮ মার্চ) এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রামাফোসাকে ফোনে ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন পুতিন। এসময় জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন দুই নেতা।

তবে রয়টার্সের ওই প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।