X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জেরুজালেমে জাতিসংঘের কার্যালয়ে আগুন দিলো ইসরায়েলি বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৪, ১৬:১৪আপডেট : ১০ মে ২০২৪, ১৬:১৪

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের জাতিসংঘের কার্যালয়ে আগুন দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। বৃহম্পতিবার (৯ মে) কার্যালয়টির বিস্তীর্ণ প্রাঙ্গনে একটি ভবনের আগুন দেন তারা। এসময় প্রাঙ্গণের বাইরে একটি ভিড় জাতিসংঘকে পুড়িয়ে দাও বলে স্লোগান দিচ্ছিলো। এ ঘটনার পরই কার্যালয়টির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইউএনডব্লিউআরএর প্রধান ফিলিপ লাজারিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে লাজারিনি বলেছেন, যথাযথ নিরাপত্তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রাঙ্গনটি বন্ধ রাখা হবে। তিনি বলেন, বৃহস্পতিবারের এই ঘটনাটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়।

একে ‘একটি আপত্তিজনক ঘটনা’ বলে অভিহিত করেছেন লাজারনি। তিনি বলেন, ‘জাতিসংঘের কর্মীদের জীবন আবারও একটি গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছিল।’

ঘটনার সময় সংস্থাটির কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন লাজারিনি। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

লাজারিনীর পোস্টের শেয়ার করা ফুটেজে প্রাঙ্গনের এক প্রান্তের একটি বিল্ডিংয়ের কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইসরায়েলি সরকারের উদ্দেশে লাজারনি বলেছেন, ‘একটি দখলদার শক্তি হিসেবে জাতিসংঘের কর্মী এবং সুযোগ-সুবিধাগুলোর সর্বদা সুরক্ষা নিশ্চিত করা ইসরায়েল রাষ্ট্রের দায়িত্ব।’

লাজারিনি জানান, ঘটনার সময় একটি ভিড় কম্পাউন্ডের বাইরে ‘জাতিসংঘকে পুড়িয়ে দাও’ বলে স্লোগান দিচ্ছিলো।

ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

১৯৪৮ সালের যুদ্ধের সময় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বা যেতে বাধ্য হয়েছিল এমন ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের সাহায্য করার জন্য ইউএনডব্লিউআর প্রতিষ্ঠা করা হয়েছিল।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংস্থাটির জড়িত থাকার অভিযোগ এনেছে ইসরায়েল। এটিকে বন্ধ করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তবে তাদের এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ।

পুরো জেরুজালেমকে দেশটির অবিভাজ্য রাজধানী হিসেবে দাবি করে ইসরায়েল। এর মধ্যে, ১৯৬৭ সালের যুদ্ধের সময় দখল করা জেরুজালেমের পূর্ব অংশগুলোও রয়েছে। এই অংশগুলোকে আবার একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যত রাজধানী হিসেবে দাবি করেন ফিলিস্তিনিরা।

/এএকে/
সম্পর্কিত
রাইসির মৃত্যুতে লাভ কার?
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...