যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি

যুক্তরাষ্ট্র সফরে যাবেন তাইওয়ানের নৌবাহিনী প্রধান তাং হুয়া। একটি সামরিক অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে হাওয়াই যাবেন তিনি। চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক নৌ সহযোগিতা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করবেন দ্বীপরাষ্ট্রটির নৌবাহিনী প্রধান। ছয়টি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংস্থাটি।

তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে তা অনানুষ্ঠানিক। কেননা, আনুষ্ঠানিকভাবে চীনকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। আর তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তবে চীনের এমন দাবি বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান।

এই সফরের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ছয়টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্যাসিফিক ফ্লিট চেইঞ্জ অব কমান্ড অনুষ্ঠানে যোগ দিতে হাওয়াইতে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের সদর দপ্তর যাবেন তাং।

সূত্রদের মধ্যে তিনজন বলেছেন, আশা করা হচ্ছে তাং ওয়াশিংটনের কাছে ৮-১০ এপ্রিল সি এয়ার স্পেস কনফারেন্সে যোগ দেবেন। সেখানে মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেটির সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে তাইওয়ানের নৌবাহিনী এবং পেন্টাগনকে মন্তব্য জন্য অনুরোধ করে কোনও সাড়া পায়নি রয়টার্স।