ফিলিস্তিনি শরণার্থী-বিষয়ক সংস্থা

ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-তে পুনরায় অর্থায়নের পরিকল্পনা করছে জাপান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

৭ অক্টোবর হামাসের হামলায় জাতিসংঘ সংস্থাটির কয়েকজন কর্মী অংশ নিয়েছেন বলে ইসরায়েল অভিযোগ উত্থাপনের পর জাপানসহ বেশ কয়েকটি অর্থায়ন স্থগিত ঘোষণা করে।

বৃহস্পতিবার টোকিওতে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ্পে লাজ্জারিনির সঙ্গে বৈঠক করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। তাদের বৈঠকে কর্মীদের নিরপেক্ষতা ও তহবিল ব্যয়ের খাত শনাক্তকরণসহ জাতিসংঘ সংস্থাটির স্বচ্ছতার বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাপান ও ইউএনআরডব্লিউএ নিশ্চিত করছে যে, জাপানের অবদান পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে চূড়ান্ত সহযোগিতা এগিয়ে নেবে।

জাপানের এমন পদক্ষেপের আগে ইউরোপীয় কমিশন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন ও ফিনল্যান্ডও পুনরায় অর্থায়ন শুরুর ঘোষণা দিয়েছিল।

১৯৪৯ সালে গঠিত ইউএনআরডব্লিউএ প্রায় ৫৯ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে খাবার, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুবিধা দিয়ে থাকে। ২০২২ সালে সংস্থাটি ১২০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি পেয়েছিল। সংস্থাটির বৃহত্তম দাতা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন।