কুড়িয়ে পাওয়া মাইন পেয়ে খেলছিল আফগান শিশুরা, বিস্ফোরণে নিহত ৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শিশুরা একটি পুরনো মাইন খুঁজে পায়। পরে তা নিয়ে খেলছিল তারা। এ সময় তা বিস্ফোরিত হলে ৯ শিশু নিহত হয়েছে। রবিবার (৩১ মার্চ) এই বিস্ফোরণ ঘটে বলে সোমবার (১ এপ্রিল) জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গজনিতে তালেবানের তথ্য ও সংস্কৃতি অধিদফতরের পরিচালক হামিদুল্লাহ নিসার বলেছেন, প্রদেশের গেরো জেলার একটি গ্রামে শিশুরা স্থলমাইনটি খুঁজে পায়। এটি কয়েক দশক পুরনো।

তিনি বলেছেন, রবিবারের বিস্ফোরণে পাঁচ ছেলে ও চার মেয়ে নিহত হয়েছে। তাদের বয়স ৫ থেকে ১০ বছর।

আফগানিস্তানে অতীতে কয়েক দশক যুদ্ধ হয়েছে। দেশটি এখনও ভাঙারি কুড়ানো শিশুদের জন্য বিপজ্জনক। এসব শিশুরা পরিবারকে সহযোগিতার জন্য এই কাজ করে তারা। অবিস্ফোরিত বোমা বা মাইন বিস্ফোরণে অনেকে নিহত বা পঙ্গু হয়েছে।