কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন খারিজ

আবগারি দুর্নীতি মামলায় কারা হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের আরও একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিল্লি হাইকোর্ট আবেদনটি খারিজ করে। এখন পর্যন্ত তাকে অপসারণের তিনটি আবেদন আদালত কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণে জনস্বার্থে এই মামলাটি দায়ের করেছিলেন হিন্দু সেনা নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত। বৃহস্পতিবার তা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলা খারিজ করে দিয়ে মন্তব্য করেছেন, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সেটি তার বিষয়। গণতন্ত্রকে নিজের পথে চলতে দিন।

আবগারি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযান চালায় ইডি। তার পর রাতে তাকে গ্রেফতার করে তারা। পরে আদালত তাকে ইডি হেফাজতে দেয়। এরপর আদালতের নির্দেশে তাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে।

ইডির হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। এই বিষয়ে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তার গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ অস্বীকার করেছে।