অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরি হামলা, নিহত ৬

অস্ট্রেলিয়ার সিডনির এক শপিং মলে দুর্বৃত্তদের ছুরি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীদের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে শনিবার (১৩ এপ্রিল) জানিয়েছে পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন মল কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে। হামলার সময় শপিং মলে অনেক ক্রেতা ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, শপিং মলটি লকডাউন করে রাখা হয়েছে। এছাড়া সবাইকে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এদিকে, নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স জানিয়েছে, পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। তাকে হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি এখনও স্পষ্ট না।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সবাই নিরাপত্তার জন্য দৌড়াচ্ছিলেন। তারপর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল পুলিশ।

হামলার সময় অনেকেই সুপার মার্কেটে আশ্রয় নিয়েছিলেন। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উড়োজাহাজ ও পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাদের হুইসেলের শব্দে এলাকা ভারী হয়ে ওঠে।

সিসিটিভি ক্যামেরার ভিডিও চিত্রে দেখা গেছে, এক ব্যক্তি একটি বড় ছুরি নিয়ে শপিং মলের চারপাশে দৌড়াচ্ছে। আহতরা মেঝেতে পড়ে আছেন।