বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার

বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানি কূটনীতিককে তলব করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপানের বার্ষিক কূটনৈতিক নীতি বিষয়ক ব্লুবুকে দুই দেশের মধ্যকার দ্বীপগুলোর নিয়ে করা একটি দাবির প্রতিবাদে মঙ্গলবার (১৬ এপ্রিল) ওই কূটনীতিককে তলব করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমে বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাসর্স এই খবর জানিয়েছে।

ইয়োনহাপ নিউজ জানিয়েছে, এই দ্বীপগুলো নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে আঞ্চলিক বিরোধ চলছে।

এর আগে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, কূটনৈতিক ব্লুবুকে মঙ্গলবার জাপানের জারি করা দাবির ‘তীব্র প্রতিবাদ’ করেছে তারা। একইসঙ্গে দ্বীপগুলোকে ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে দক্ষিণ কোরিয়ার সার্বভৌম অঞ্চল বলে পাল্টা দাবিও করেছে।

সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার ডোকডো এবং জাপানের তাকেশিমা দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশি এই দেশগুলোর মধ্যে এখনও মতবিরোধ রয়েছে। এই দ্বীপগুলো উভয় দেশেই প্রায় অর্ধেক করে পড়েছে।