ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। স্থানীয় সময় আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৭টি ধাপে এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোট শেষ হবে পহেলা জুন। ভোটের প্রথম ধাপে আজ ভারতের ২১টি রাজ্য এবং ১০২টি নির্বাচনী এলাকায় ভোট হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম এই খবর জানিয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোটের মধ্যে মূল লড়াই হতে যাচ্ছে। জোটগতভাবে ৪০০ আসন জয়ের স্বপ্ন দেখছে ক্ষমতাসীন জোট এনডিএ। আর এককভাবে ৩৭০ আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে জোটটির মূল দল ভারতীয় জনতা পার্টি।

২০২৪ সালের সাধারণ নির্বাচন সাতটি ধাপে মোট ৯৬ কোটি ৯০ লাখ ভোটার ভোট দেবেন। ভোটারের এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ ভাগেরও বেশি।

দ্বিতীয় ধাপের ভোট হবে ২৬ এপ্রিল। পরবর্তী ধাপগুলোর ভোট হবে যথাক্রমে, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আর ৪ জুন নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।