পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৮ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ তাকে এ পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

ইসহাক দার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা নওয়াজ শরিফের মেয়ে আসমা নওয়াজের শ্বশুর।

উপ-প্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারের নিয়োগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সোমবার এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ বলেছেন, নওয়াজ শরিফ পরিবারের  সদস্যদের মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ পদগুলো বণ্টন করছেন।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তানে পিএমএল–এনের নেতৃত্বে জোট সরকার গঠিত হলে পররাষ্ট্রমন্ত্রী হন ৭৩ বছর বয়সী ইসহাক দার।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন সরকারে দায়িত্ব নেওয়ার পর বিদেশি বিনিয়োগ টানার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থ ছাড় করতে নতুন একটি চুক্তিতে পৌঁছানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে ইসহাক দারকে।  

পরে তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

ইসহাক দার একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট। ঝানু রাজনীতিবিদ হিসেবেও তিনি পরিচিত। নওয়াজ শরিফের নিকটাত্মীয় হওয়ার পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ একজন মিত্রও ইসহাক দার। এর আগে চারবার- ১৯৯৮-৯৯, ২০০৮ এর মার্চ থেকে মে, ২০২৩ থেকে ২০১৭ এবং ২০২২ থেকে ২০২৩ সালে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।