চীনের ইউননান প্রদেশের হংহ্য হানি ও ইয়ি স্বায়ত্তশাসিত প্রিফেকচারে ১১ লাখ ৫০ হাজার টনের বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন চীনা ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (সিজিএস) এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি সন্ধান পাওয়া এসব বিরল খনিজগুলোর মধ্যে রয়েছে প্রাসুডাইমিয়াম, নিওডাইমিয়াম, ডাইস্প্রোসিয়াম এবং টার্বিয়ামসহ আরও কিছু খনিজ। প্রধান উপাদানগুলোর পরিমাণ ৪ লাখ ৭০ হাজার টনেরও বেশি।
সিজিএস জানিয়েছে, ১৯৬৯ সালে চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশে প্রথম এমন একটি খনিজক্ষেত্র আবিষ্কার হয়, এরপর এটিই বড আবিষ্কার।
চীনা ভূতাত্ত্বিক বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব জিওফিজিক্যাল অ্যান্ড জিওকেমিক্যাল এক্সপ্লোরেশনের প্রধান বিজ্ঞানী ওয়াং সুয়েছিউ বলেন, বিরল খনিজ ১৬টি রাসায়নিক উপাদানের একটি গ্রুপ। একটি নতুন শক্তির যানবাহনের জন্য প্রায় দশমিক ৮ কেজি বিরল খনিজের প্রয়োজন, তাই এর চাহিদা প্রতি বছরই বাড়ছে বলেও জানান ওয়াং।
তিনি আরও জানান, উচ্চ প্রযুক্তি ও জাতীয় প্রতিরক্ষা শিল্পের জন্যও এমন খনিজ অপরিহার্য।
সূত্র: সিএমজি