X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৫, ০৯:০৯আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:০৯

রাশিয়ার রাতভর ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরজুড়ে গাড়িতে আগুন লেগেছে। রবিবার (৪ মে) ইউক্রেনের সেনাবাহিনী ও কিয়েভ শহরের কর্মকর্তারা জানিয়েছেন, রাত ১১ টার পর থেকে শুরু করে প্রায় এক ঘণ্টা ধরে কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং ইউক্রেনের পূর্বাঞ্চলজুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ধ্বংস হওয়া ড্রোনের পড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে কিয়েভের ওবোলনস্কি ও স্ভিয়াতোশিনস্কি জেলায় আবাসিক ভবনে আগুন লাগে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম বলে মনে হয়েছে।

চেরকাসি অঞ্চলের গভর্নর ইহর তাবুরেতস টেলিগ্রামে বলেন, শনিবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় মধ্য ইউক্রেনের এই অঞ্চলে একাধিক অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে এই হামলার পূর্ণ মাত্রা সম্পর্কে তৎক্ষণাৎ কোনও তথ্য জানা যায়নি। মস্কোর পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এই হামলা এমন সময়ে হলো যখন মস্কোতে ৮ থেকে ১০ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয় উদযাপনের প্রস্তুতি চলছে এবং এ সময় যুদ্ধ কার্যক্রম বন্ধ রাখা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

যদিও গত সোমবার রাশিয়া ৮ থেকে ১০ মে তিনদিনব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এর জবাবে কিয়েভ যুদ্ধ কার্যক্রম ৩০ দিনের জন্য বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দাবি করেছে যে তারা এই যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে না। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে তিন বছরেরও বেশি আগে এই যুদ্ধ শুরু হয়েছে।

/এস/
সম্পর্কিত
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!