সুরক্ষার প্রয়োজনেই চীনের প্রতিরক্ষা বাজেট বেড়েছে: পিএলএ

চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তিসঙ্গত ও নিয়ন্ত্রিত, যা মূলত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, আন্তর্জাতিক দায়িত্ব পালন এবং বৈশ্বিক নিরাপত্তায় অবদান রাখার জন্য করা হচ্ছে। এমনটা জানিয়েছেন চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ও সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র সিনিয়র কর্নেল উ ছিয়ান। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

মুখপাত্র বলেন, বিশ্ব এখনও অশান্ত, চীনের ভূখণ্ডগত পুনর্মিলন অসম্পূর্ণ, এবং দেশটি জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি।

২০২৫ সালের চীনের প্রতিরক্ষা বাজেট ১.৭৮ ট্রিলিয়ন ইউয়ান (২৪৬ বিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ৭.২ শতাংশ বেশি। এটি যদি অনুমোদিত হয়, তবে পরপর ১০ম বছর একক অঙ্কের প্রবৃদ্ধি বজায় থাকবে এ খাতে।

উ ছিয়ান জানান, অতিরিক্ত তহবিল নতুন যুদ্ধ সক্ষমতা উন্নয়ন, গোয়েন্দা ও যৌথ আক্রমণ ব্যবস্থা জোরদার, সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা আধুনিকায়ন এবং প্রতিরক্ষা সংস্কারে ব্যবহার হবে।

তিনি বলেন, জিডিপি ও সামগ্রিক ব্যয়ের তুলনায় চীনের প্রতিরক্ষা বাজেট যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিগুলোর তুলনায় এখনও কম এবং এটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ।