মার্কিন-ভারত অংশীদারত্বে গুরুত্বারোপ ভ্যান্সের, ব্যর্থতায় ‘অন্ধকার সময়ের’ সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। মঙ্গলবার ভারত সফরে জয়পুরে এক বক্তৃতায় তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এই শতাব্দীর গতিপথ নির্ধারণ করবে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ভ্যান্স বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র যদি সফলভাবে একসঙ্গে কাজ করে, তাহলে একবিংশ শতাব্দী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হবে। কিন্তু আমাদের সহযোগিতা ব্যর্থ হলে এই শতাব্দী সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত অন্ধকারময় হয়ে উঠতে পারে। 

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ভ্যান্স বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন কঠোর আলোচক। তিনি শক্ত অবস্থান নেন।

এতে উপস্থিত শ্রোতাদের মধ্যে হাসির রোল ওঠে। এর আগে সোমবার রাতে মোদির সঙ্গে নৈশভোজে অংশ নেন ভ্যান্স। 

ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে চার দিনের ব্যক্তিগত সফরে রয়েছেন। এই সফর এমন এক সময় হচ্ছে, যখন ভারত ও যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে। ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই এটি করতে চায় ভারত।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বলেছেন, চুক্তির প্রথম অংশ গ্রীষ্মের মধ্যেই ‘ইতিবাচকভাবে সম্পন্ন’ করতে চায় ভারত।

ভ্যান্স জানান, মোদির সঙ্গে বাণিজ্য আলোচনা ভালোভাবেই এগিয়েছে এবং তারা আলোচনার রূপরেখা চূড়ান্ত করেছেন। তিনি বলেন, এই রূপরেখা আমাদের দুই দেশের মধ্যকার চূড়ান্ত চুক্তির পথ দেখাবে।