X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৫, ২২:৪৬আপডেট : ০২ মে ২০২৫, ২২:৪৬

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এই যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। এটি একটি নিষ্ঠুর, নিষ্ঠুর সংঘাত—যেটি বন্ধ করা রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভর করছে। কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভ্যান্সের এই মন্তব্যের একদিন আগেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে। যেখানে ওয়াশিংটনকে দেশটির খনিজ সম্পদে অগ্রাধিকার পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যদিও এতে নিরাপত্তা নিশ্চয়তা নেই। তবুও কিয়েভ ও ইউরোপের নেতাদের আশা, এটি আমেরিকার সমর্থন পুনরুজ্জীবিত করতে পারে।

ইউক্রেনের সংসদ সদস্য ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক শুক্রবার টেলিগ্রামে জানিয়েছেন, আগামী ৮ মে সংসদে খনিজ চুক্তির অনুমোদন নিয়ে ভোট হবে।

চুক্তির বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, এটি একটি সত্যিকার অর্থে সমতার ভিত্তিতে করা চুক্তি।

ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ও ভ্যান্সের সঙ্গে উত্তপ্ত কথোপকথনের পর এটি প্রায় স্থগিত হয়ে গিয়েছিল। চুক্তিটি ইউক্রেনকে আগে থেকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। তবে এতে কোনও সুনির্দিষ্ট নিরাপত্তা প্রতিশ্রুতি নেই, যেটি কিয়েভ দাবি করে আসছিল। যুক্তরাষ্ট্র বলছে, মার্কিন বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে রাশিয়াকে প্রতিহত করা সহজ হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনার ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা কাছাকাছি এলেও এখনও অনেক দূরে রয়েছে।

এদিকে যুদ্ধের তীব্রতা অব্যাহত রয়েছে। শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ১৫০টি ড্রোন হামলা চালিয়েছে।

জাপোরিজ্জিয়া শহরে হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে দুটি স্থানে আগুন লেগেছে এবং ড্রোন হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর সের্গেই লিসাক।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ১২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার অধিকাংশই ছিল ক্রিমিয়া উপদ্বীপের আকাশসীমায়। ২০১৪ সালে রাশিয়া ওই অঞ্চলটি দখল করে নেয়।

 

/এএ/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে