বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের প্রায় ৯০ কোটি ডলার বকেয়া রয়েছে বলে জানিয়েছে ভারতের এই বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তবে বাংলাদেশ ইতোমধ্যে বকেয়া পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্স লিখেছে, ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যায়। এতে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং এবং গত আগস্টে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আদানি পাওয়ারের বিল পরিশোধে সমস্যা দেখা দেয়।
গত বছর বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তবে সিএফও দিলীপ ঝা বলেন, বাংলাদেশ মাসিক বিল পরিশোধ শুরু করায় কোম্পানি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করেছে।
বৃহস্পতিবার আয় সম্পর্কিত এক আলোচনায় বিশ্লেষকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঝা বলেন, আমরা বাংলাদেশে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করছি। বর্তমানে আমরা মাসিক বিলের চেয়ে বেশি অর্থ পাচ্ছি। আমরা আশাবাদী যে শুধু বর্তমান মাসের বিলই নয়, পুরোনো বকেয়াও পরিশোধ করা হবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, বাংলাদেশের কাছে মোট প্রায় ২০০ কোটি ডলারের বিল জমা হয়েছে। এর মধ্যে ১২০ কোটি ডলার ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।