ভারতীয় কর্মকাণ্ড পরিকল্পিত নাটক: পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী

কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত যেভাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে এবং সর্বশেষ বিমান হামলা চালিয়েছে, তা ‘পরিকল্পিত এক নাটকীয় উপস্থাপনা’ বলেই মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, ‘পুরো ঘটনাটি যেন আগে থেকে ঠিক করা কোনও অনুশীলনের মতোই মনে হচ্ছে। তবে সময়ই সত্যতা প্রমাণ করবে।’

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে পাকিস্তান গোয়েন্দা তথ্য পেয়েছিল। দার বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান এই মুহূর্তেও ধৈর্য অবলম্বন করছে।’

পাকিস্তানি প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে কেবল বোমা নিক্ষেপকারী ভারতীয় যুদ্ধবিমানগুলো লক্ষ্যবস্তু বানানো হবে।

ইসহাক দার বলেন, ‘এ কারণেই মাত্র পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। যদি নির্দেশনা ভিন্ন হতো, তাহলে ১০ থেকে ১২টি যুদ্ধবিমান গুলি করে নামানো হতো।’