পাকিস্তানের হামলার জবাব দিচ্ছে ভারত

শুক্রবার (৯ মে) রাতে পাকিস্তান থেকে চালানো একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে ভারত। যদিও এর মধ্যেই ভারতজুড়ে, বিশেষ করে জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে একাধিক স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভারত সরকারের এক সূত্র এমনটাই জানিয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

পাকিস্তানের হামলা ও ভারতের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে শনিবার সকালে বিস্তারিত ব্রিফিং করার কথা রয়েছে কেন্দ্র সরকারের।

শনিবার ভোরে পাকিস্তান দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি রাজধানী ইসলামাবাদ সংলগ্ন। তবে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘ভারত পাকিস্তানের নূর খান ঘাঁটি, মুরীদ ঘাঁটি ও শোরকোট ঘাঁটি লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তান তার ড্রোন হামলা এবং অন্যান্য গোলাবারুদ ব্যবহারের মাধ্যমে আমাদের পশ্চিম সীমান্তে উসকানিমূলক তৎপরতা অব্যাহত রেখেছে। আজ ভোর ৫টায় একাধিক সশস্ত্র শত্রু ড্রোন খাসা ক্যান্ট, অমৃতসরের আকাশে উড়তে দেখা যায়। আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিট দ্রুত সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করেছে।’

সেনাবাহিনী আরও জানায়, 'ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সাধারণ নাগরিকদের জীবনে হুমকি সৃষ্টি করার পাকিস্তানের স্পষ্ট প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় সেনারা শত্রুর এই ষড়যন্ত্র ব্যর্থ করবেই।’