পাকিস্তানের কয়েকটি প্রদেশে ভারি বৃষ্টিতে ১৯ জনের মৃত্যু

শক্তিশালী ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত পাকিস্তানের একাধিক অঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে। শনিবার (২৪ মে) ব্যাপক বৃষ্টিপাতে পাকিস্তানজুড়ে অন্তত ১৯ জন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯০ জনের বেশি মানুষ। এছাড়া বৃষ্টিতে সড়ক ও বিমান চলাচল ব্যাহত হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ইসলামাবাদেও ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির ফলে নীচু এলাকাগুলোতে পানি জমে যায়। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে।

খাইবার পাখতুনখাওয়াতে প্রবল বাতাস ও শিলাবৃষ্টির কারণে কৃষি ফসল ও বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে প্রদেশজুড়ে ১১৩টিরও বেশি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, লাহোর ও জেলামে তিনজন করে, সিয়ালকোট ও মুজাফফরগড়ে দুজন করে এবং শেখুপুরা, নানকানা সাহেব, অ্যাটক, মুলতান, রাজানপুর, হাফিজাবাদ, মিয়ানওয়ালি, ঝাং ও লেয়াহ জেলায় একজন করে নিহত হয়েছে। মৃত্যুর প্রধান কারণ ছিল বাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়া এবং গাছ উপড়ে পড়া। তবে অধিকাংশ মৃত্যু পুরাতন ঘরবাড়ি ধসে পড়া ও অনিরাপদ স্থানে অবস্থানের কারণে হয়েছে।

শেখুপুরায় একটি কারখানার ছাদ ভেঙে পড়লে এক শ্রমিক নিহত হয় এবং পাঁচজন আহত হয়। লাহোরে এক নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে এক শ্রমিক নিহত হন।

সোলার প্যানেল ও বিলবোর্ড ভেঙে পড়ার প্রায় দুই ডজন ঘটনা রেকর্ড করা হয়েছে।

দেশজুড়ে উদ্ধার সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়।

পাঞ্জাব কর্তৃপক্ষ আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।