তিন বছর ধরে চলমান যুদ্ধে বৃহত্তম বন্দি বিনিময় সম্পন্ন করেছে ইউক্রেন ও রাশিয়া। টানা তৃতীয় দিনের মতো রবিবার (২৫ মে) তিন শতাধিক বন্দি বিনিময় করেছে দুইপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এই বিনিময়ে প্রথমদিন ৩৯০, দ্বিতীয়দিন ৩০৭ এবং তৃতীয়দিন ৩০৩ জন করে বন্দি বিনিময় করেছে কিয়েভ ও মস্কো। এরমধ্যে দিয়ে এক হাজার করে মোট দুই হাজার মানুষ মুক্তি পেলেন।
বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং রাষ্ট্রীয় বিশেষ যোগাযোগ পরিষেবার সদস্যরা ঘরে ফিরছেন।
১৬ মে ইস্তানবুলে আয়োজিত বৈঠকে ইউক্রেন ও রাশিয়া শান্তিচুক্তির দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়। ওই বৈঠকেই দুদেশ এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত হয়। এই পদক্ষেপ সফল হওয়ার কারণে ভবিষ্যৎ শান্তি আলোচনার দ্বার উন্মোচন হলো বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেছিলেন, বন্দিবিনিময় ঠিকমতো সম্পন্ন হলে, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির একটি খসড়া ইউক্রেনকে দিতে প্রস্তুত আছে ক্রেমলিন।
এদিকে, বন্দি বিনিময় চলাকালেও হামলা থামায়নি কোনও পক্ষ। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, গভীররাতে ৩৬৭টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মস্কো। ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মাত্র চার ঘণ্টায় ৯৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তাদের বিমান বাহিনী। মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন বলেছেন, রাজধানীতে হামলা করতে আসা এক ডজনের বেশি ড্রোন মধ্য আকাশেই ধ্বংস করা হয়েছে।