আফগান তালেবানের নেতৃস্থানীয় পদে মোল্লা ওমরের ছেলে

মোল্লা ওমরের জ্যেষ্ঠ ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে আফগান তালেবানদের একটি নেতৃস্থানীয় পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সংগঠন সূত্র জানায়, মোল্লা ইয়াকুবকে জ্যেষ্ঠ সেনা পদে বসানো হয়েছে। এর আগে তিনি দলের প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে এ পদের জন্য মনোয়ন দেওয়া হয়।

মোল্লা ইয়াকুব আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৫টির মিলিটারি কমিশনের দায়িত্বে থাকবেন। তালেবানদের মিলিটারি কমিশনের দায়িত্বে আছেন মোল্লা ইব্রাহীম সাদর।

জ্যেষ্ঠ সামরিক পদ পদ ছাড়াও মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে তালেবানের সিদ্ধান্ত গ্রহণকারী কাউন্সিল ‘রেহবারি সুরা’র সদস্যপদ দেওয়া হয়েছে।

মোল্লা ওমরের ভাই ও ইয়াকুবের চাচা মোল্লা আব্দুল মান্নানকেও একটি নেতৃত্বস্থানীয় পদ দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, তালেবান নেতৃত্ব ও মোল্লা ওমরের পরিবারের মধ্যে সমঝোতার অংশ হিসেবেই ইয়াকুবকে এসব দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/ইউআর/এএ/