লাহোরে বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত

পাকিস্তানের লাহোরে বন্দুকযুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি বিদ্রোহী গ্রুপের ছয় সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে।

noname

দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) মুখপাত্র জানান, নিষিদ্ধঘোষিত টিটিপির ওস্তাদ আলম গ্রুপের নয় থেকে দশজন সদস্য বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। লাহোরের কাচি আবাদি শেরাকট এলাকার তাল্লাত পার্কে তারা বৈঠক করছিল। মুখপাত্র জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল টিটিপির সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চ্যালেঞ্জ জানালে সিটিডির সদস্যদের লক্ষ্য করে তারা গুলি ছুড়তে শুরু করে। এ সময় সিটিডি সদস্যরা পাল্টা গুলি ছুড়ে।

মুখপাত্র বলেন, যখন বন্দুকযুদ্ধ শেষ হওয়ার ছয় জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রুপের সদস্যদের গুলিতেই ছয়জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ কেজি বিস্ফোরক, চারটি ডেটোনেটর, দুইটি কালশানিকভ রাইফেল, তিনটি মোটরসাইকেল, চারটি পিস্তল ও ৯৭টি বুলেট।

পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান সিটিডি মুখপাত্র। সূত্র: ডন।

/এএ/বিএ/