চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ১৫, নিখোঁজ ১৮

nonameচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং মিউনিসিপলিটির একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন শ্রমিক। সোমবার সকালে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দ্য স্ট্রেইট টাইমস এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রায় ফায়ার সার্ভিসের কর্মী, আর্মড পুলিশ ও খনি বিশেষজ্ঞ উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।  ইয়ংচুয়ান ডিক্ট্রিটের লাইসু শহরের জিনশাঙ্গু কয়লা খনিতে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এই গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে ৩৫ শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণের পর দুজন শ্রমিক বেরিয়ে আসতে পেরেছেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যক্তিগত এ শহরের ১১টি মালিকানাধীন খনি থেকে কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। এসব খনি থেকে প্রতি বছর ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা হতো।

বিশ্বের সর্ববৃহৎ কয়লা উত্তোলনকারী দেশ চীনে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সূত্র: স্ট্রেইট টাইমস।

/এএ/