চীনের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ৮ জনের প্রাণহানি

201362652520564734_20চীনের পশ্চিমাঞ্চলীয় জিনঝিয়াং এলাকায় বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। কম্পনের তাণ্ডবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাচীন সিল্ক রোড নগরী কাশগার থেকে ২১৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এটি আঘাত হানে। এলাকাটি তাজিকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

ভূমিকম্পকবলিত এলাকার বেশিরভাগ ঘরবাড়ি কাঠ ও কাদামাটির তৈরি। কম্পনের তাণ্ডবে সেখানকার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে ৯ হাজার ২০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

/এমপি/