চীনে আর্থিক অনিয়মে জড়িত সন্দেহে গ্রেফতার ২৩০

51e3c676-75ca-11e7-84d9-df29f06febc3_1320x770_164218চীনে বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠান শানজিনহুইয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিষ্ঠানটির সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু করায় বেইজিংয়ে ব্যতিক্রমী বিক্ষোভের এক সপ্তাহ পর এদের গ্রেফতার করা হলো।

রবিবার গুয়াংডং জননিরাপত্তা ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছে, প্রতিষ্ঠানটির ২৩০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৪২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী  সন্দেহে ৫৫ কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গ্রেফতার করা হয় প্রতিষ্ঠাতা ঝাং তিয়ানমিং ও কয়েকজন কর্মীকে।

সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ রাজধানী বেইজিংয়ে এই গ্রেফতার ও তদন্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় ৬৭ বিক্ষোভকারীকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে বিপুল সংখ্যক লোক স্লোগান দিচ্ছে। এ সময় তারা লাল রঙের ব্যানার হাতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত বন্ধে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানায়।

বেইজিংয়ের এ ধরনের বিক্ষোভ হয় না বললেই চলে। নগরীটিতে এ ধরনের বিক্ষোভ স্পর্শকাতর হওয়ায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি খুব একটা ছাড় দেয় না। সূত্র: দ্য স্টার।

/এএ/