উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চীনের নির্দেশ

2017-07-28T093801Z_2_LYNXMPED6R09N_RTROPTP_3_NORTHKOREA-MALAYSIA-KIM-795x447উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে চীন। মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের এই নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার কাছ থেকে চীন কয়লা, খনিজ লোহা, সামুদ্রিক খাবারসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করবে। গত মাসে এই নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। চীন, রাশিয়াসহ নিরাপত্তা পরিষদের সবগুলো সদস্য দেশের সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হয়।

সোমবার নিষেধাজ্ঞাটি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় চীন। আইন অনুসারে, জাতিসংঘে প্রস্তাবটি পাস হওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হয়।

চীনা সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর করার চূড়ান্ত সময়ের আগ পর্যন্ত যেসব কার্গো আসার অনুমতি পেয়েছে সেগুলো স্বাভাবিক নিয়মেই কাস্টমে ভীড়বে।

এদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাসের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে পিয়ংইয়ং। চলমান এই উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়াবিষয়ক নতুন বিশেষ দূত নিযোগ দিয়েছে চীন। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইয়োকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র দফতর।  আগের বিশেষ দূত উ দাওয়ের অবসরে যাওয়ার বয়স হয়ে যাওয়ার কারণে সোমবার কংকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/