ইসরায়েলের সঙ্গে চীনের ৩০ কোটি ডলারের বাণিজ্যচুক্তি

পরিবেশবান্ধব জ্বালানি ও কৃষি প্রযুক্তির জন্য চীনের সঙ্গে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলারের বাণিজ্যচুক্তি করেছে ইসরায়েলে। সোমবার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে।

noname

এক বিবৃতিতে ইসরায়েল জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোশে কাহলন এই চুক্তি স্বাক্ষরের জন্য বেইজিং গিয়েছিলেন। আগের চুক্তির ওপর ভিত্তি করেই এই বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নতুন চুক্তি অনুসারে, উভয়পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে। তা পরিবেশবান্ধব প্রযুক্তি, অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ও আধুনিক ও সবুজ জ্বালানি প্রযুক্তিতে বিস্তৃত হবে। চীনা সরকার চায় ইসরায়েলের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করতে।