দুই কোরিয়ার যৌথ ঘোষণাকে স্বাগত জানালো চীন

ঐতিহাসিক আন্তঃকোরিয়া সম্মেলন শেষে দুই কোরিয়ার দেওয়া যৌথ ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার ওই যৌথ ঘোষণায় কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের অঙ্গীকার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

_101069999_hi046452556

চীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো সংলাপের এই মুহূর্ত ধরে রাখবে এবং যৌথভাবে কোরীয় উপদ্বীপকে ঘিরে রাজনৈতিক সমাধানে এগিয়ে আসবে।

এই লক্ষে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় (বাংলাদেশ সময় ৬.৩০) দক্ষিণ কোরিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার নেতা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তাকে স্বাগত জানান। পরে কিছুক্ষণের জন্য উত্তর কোরিয়ার সীমান্তে দাঁড়ান দুই নেতা। পরে আনুষ্ঠানিকতা শেষে দক্ষিণ কোরিয়ার পিস হাউসে আলোচনায় বসেন তারা। বৈঠকের পর যৌথ ঘোষণা পাঠ করা হয়। এতে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে অঙ্গীকারসহ যুদ্ধের অবসানের কথা বলা হয়েছে। এজন্য এই বছরেই একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে।