চীনে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৮

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশের রাজধানী হার্বিনের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

at-least-18-dead-in-china-hotel-fire

হিলজিয়াংয়ের দমকল বিভাগ জানায়, নগরীর সংবি এলাকার একটি হোটেলে শনিবার সকালে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে এখনো উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

চীনের হোটেলে অগ্নিকাণ্ড নিয়মতি ঘটে। এসব হোটেলে অগ্নি নিরাপত্তা দুর্বল বলে অভিযোগ রয়েছে।

এবছরের এপ্রিলেও ১৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছিলেন চীনের দক্ষিণাঞ্চলের একটি হোটেলে। গত বছর নভেম্বরে বেইজিংয়ে একটি বোর্ডিংয়ে অগ্নিকাণ্ডে ১৯ নিহত হন। আর ২০১৫ সালের মে মাসে হেনান প্রদেশে নিহত হয়েছিলেন ৩৮ জন।