আর্থিক খাতে সম্পর্ক গভীর করবে চীন-জার্মানি

চীন ও জার্মানি আর্থিক খাতে উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি এই অঙ্গীকারের কথা জানিয়েছে। একই সঙ্গে তারা বাণিজ্য রক্ষণশীলতার বিরুদ্ধে কাজ করার কথাও জানিয়েছে।

105686120-1547791293559gettyimages-1095749884.530x298

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার চীন ও জার্মানি তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলোর আওতায় রয়েছে ব্যাংকিং ও আর্থিক খাত এবং শেয়ার বাজার।

জার্মান অর্থমন্ত্রী ওলাফের দুই দিনের চীন সফরে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

উভয় দেশ আরও বেশি উন্মুক্ত বাজার ও অর্থনৈতিক সম্পর্ক গভীর ও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে।

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর উভয় দেশের বাণিজ্য অনিশ্চয়তায় পড়েছিল। এই পরিস্থিতির মধ্যে উভয় দেশ নিজেদের বাণিজ্যে বহুমাত্রিকতা রক্ষার ঘোষণা দিলো।