ভেনেজুয়েলার সংকট সমাধানে শান্তিপূর্ণ সংলাপের ডাক চীনের

ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট থেকে শান্তির পথে উত্তোরণের একমাত্র উপায় রাজনৈতিক ও শান্তিপূর্ণ সংলাপ বলে গুরুত্বারোপ করেছে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীন। একই সঙ্গে দেশটি এই সংকট থেকে উত্তোরণে আন্তর্জাতিক পদক্ষেপকে সমর্থনের কথাও জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

image

গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো এবং ক্ষমতাসীন নিকোলাস মাদুরোকে উৎখাতের ডাক দেন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ অন্তত ৪০ টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। তবে চীনসহ রাশিয়া, তুরস্ক ও কিউবা মাদুরোর প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের পাঠানো মানবিক ত্রাণ সহায়তা ভেনেজুয়েলার সেনাবাহিনী কলম্বিয়া সীমান্তে আটকে দেওয়ার পর নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলা সংকট নিয়ে বৃহস্পতিবার উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকুয়েজের উদ্যোগে ও স্পেন, ইতালি, পর্তুগাল ও সুইডেনসহ ১৪টি দেশের নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক কন্টাক্ট গ্রুপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইং শান্তিপূর্ণ সংলাপের প্রতি জোর দিয়েছেন।

মুখপাত্র বলেন, চীন বিশ্বাস করে ভেনেজুয়েলার সংকট দেশটির নাগরিকদের দ্বারাই মীমাংসা হওয়া উচিত। এই মীমাংসা দেশটির সংবিধান ও আইনের আওতায় শান্তিপূর্ণ সংলাপ ও রাজনৈতিক উপায়ে হওয়া উচিত। এটাই দেশটিতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়।

চীনা মুখপাত্র আরও বলেন, সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগকে সমর্থন জানায় চীন। বেইজিং আশা করে, সবপক্ষই শান্তিপূর্ণ সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।