লকডাউন প্রত্যাহারের পর উহানে নতুন করোনা ক্লাস্টার

চীনে করোনাভাইরাস বিস্তারের কেন্দ্রস্থল উহানে আবারও আক্রান্তদের একটি ক্লাস্টার শনাক্ত করা হয়েছে। প্রায় এক মাস আগে লকডাউন প্রত্যাহারের এমন ক্লাস্টার এই প্রথম শনাক্ত করা হলো। এতে করে পুনরায় ভাইরাসটির সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

wuhan

নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনাকে চীনে করোনাভাইরাস লকডাউন প্রত্যাহারের ক্ষেত্রে সতর্ক বার্তা হিসেবে মনে করা হচ্ছে। এমন সময় উহানে নতুন ক্লাস্টার পাওয়া গেলো যখন চীনে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় সচল হতে শুরু করেছে এবং মানুষ কাজে ফিরতে শুরু করেছেন।

সোমবার উহানে পাঁচজন নতুন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের সবাই একটি আবাসিক ভবনের বাসিন্দা। এর আগে রবিবার প্রায় পাঁচ সপ্তাহ পর উহানে আবার নতুন আক্রান্ত শনাক্ত করা হয়েছিল।

উহানের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বর্তমানে মহামারি ঠেকানো ও নিয়ন্ত্রণ করা এখনও বেশ কঠিন কাজ। আমাদের ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এবারের নতুন শনাক্ত হওয়াদের কোনও লক্ষণ ছিল না। এর আগে করোনা পজিটিভিদের যে ধরনের লক্ষণ বা উপসর্গ ছিল যেমন, জ্বর বা কাশি ছিল না। চীনে লক্ষণহীন আক্রান্তের সঠিক সংখ্যা জানা যায়নি। কারণ স্বাস্থ্য কর্মকর্তাদের পরীক্ষায় পজিটিভ আসার পরই তাদের কথা জানা যায়। সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত ও স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই কেবল তাদের নমুনা সংগ্রহ করা হয়।

চীনে আক্রান্তদের তালিকায় লক্ষণহীনদের অন্তর্ভুক্ত করা হয় না। চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮ এবং মৃত্যু হয়েছে ৪ হজার ৬৩৩ জনের। একমাস আগে ৮ এপ্রিল লকডাউন প্রত্যাহার করা উহানে লক্ষণহীন কয়েকশ করোনায় আক্রান্ত রয়েছেন।