‘অন্যায্য’ বিদেশি বাণিজ্য মোকাবিলার পদক্ষেপ ঘোষণা চীনের

নিজেদের বর্ণনা অনুযায়ী অন্যায্য বিদেশি আইন এবং আরোপ করা নিষেধাজ্ঞা মোকাবিলায় নতুন নিয়ম প্রকাশ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশ করা হয়। এতে চীনা নাগরিক কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা মোকাবিলার ওয়ার্কিং ম্যাকানিজম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক বছরে বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। বাণিজ্য যুদ্ধ, করোনাভাইরাসসহ নানা ইস্যুতে বিরোধে জড়িয়েছে দুই দেশ। উইঘুর মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে নিজেদের বাণিজ্য নির্বিঘ্ন রাখার পদক্ষেপ ঘোষণা করেছে বেইজিং।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, কোনও বিদেশি রাষ্ট্র চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে বিরত থাকলে ৩০ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।  অবগত হওয়ার পর মন্ত্রণালয় সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন খতিয়ে দেখে চীনের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের ওপর এর প্রভাব মূল্যায়ন করবে।

এছাড়া নিজেদের প্রতিষ্ঠান ও নাগরিক বিদেশি নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্থ হলে চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ তাদের সহায়তা দেবে। প্রয়োজনে সরকার পাল্টা পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।