চীনে হইচই ফেলে দিয়েছেন এক মা

চীনের হেনান প্রদেশের একটি ব্যস্ততম রাস্তা। রাস্তার এ পারে আবাসিক এলাকা। ওপারে স্কুল। আর সেই স্কুলে যেতে প্রতিদিনই একগাদা শিশুকে নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা। কারণ, রাস্তায় নেই কোনও সিগনাল, নেই ফুটওভার ব্রিজ। কর্তৃপক্ষকে বলে কাজ হয়নি। আর তাই এক মা যা ঘটালেন, তাতে নড়ে উঠলো গোটা সরকার। নিজের পকেটের প্রায় ১৩ কোটি টাকা খরচ করে বানিয়ে ফেললেন দুটো ফুটওভার ব্রিজ! এখন আর স্কুলে যেতে সমস্যা হচ্ছে না কারো।

হেনানের ওই মা তার পুরো নামও জানাননি। বলেছেন তাকে ম্যাং নামে ডাকতে। নিজের সন্তানকেও জানাননি যে ফুটওভার ব্রিজের টাকা তিনি দিয়েছেন। তাতে যদি আবার সন্তানের মধ্যে হামবড়াই ভাব চাল চলে আসে এই ভয়ে!

‘শুধু যে ট্রাফিক থাকতো তা নয়, এই রাস্তায় পানিও জমে থাকতো। এমনও হতো যে স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা একগাদা শিশুর গায়ে মাঝে মাঝেই নোংরা পানি ছিটিয়ে দিত গাড়িগুলো’।

ম্যাং বন্দনায় এখন মুখর গোটা চীন। স্থানীয় কর্তৃপক্ষ টাকা দিক না দিক, তড়িঘড়ি করে ম্যাংয়ের বানানো সেতুগুলোকে প্রশাসনিক স্বীকৃতি দিয়েছে।

সূত্র: স্পুকি