বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো চীনের সিনোভ্যাক

চীনের সিনোভ্যাক করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে। মঙ্গলবার সংস্থাটি এই অনুমোদন দেয়। এর ফলে দুটি চীনা ভ্যাকসিন ডব্লিউএইচও’র অনুমোদন পেলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগে সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রয়োগ শুরু হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আজ ডব্লিউএইচও সিনোভ্যাক-করোনাভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের ফলে বিশ্বের বিভিন্ন দেশ, বিনিয়োগকারী, ক্রয় সংস্থা এবং সম্প্রদায় ভ্যাকসিনটির আন্তর্জাতিক সুরক্ষা, কার্যকারিতা এবং উৎপাদনের মানদণ্ড পূরণের বিষয়ে নিশ্চিত হতে পারবে।

গত মাসে সিনোফার্ম প্রথম চীনা ভ্যাকসিন হিসেবে ডব্লিউএইচও’র অনুমোদন পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া করোনার ভ্যাকসিনের মধ্যে রয়েছে, ফাইজার-বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকা।