চীনে ধসে পড়লো আবাসিক হোটেল, নিখোঁজ অনেক

একটি হোটেলের একাংশ ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। চীনের জিয়াংশু প্রদেশের এ ঘটনায় এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধসে পড়া ভবনে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সরকারের বরাতে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে চীনের উপকূলীয় প্রদেশ জিয়াংশু’র সুঝোউ শহরের সিজি কাইয়ুআন হোটেলের তিনতলা একটি আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। এতে অনেকেই হতাহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায় দেশটির জরুরি বিভাগ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৯ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে নিহতের সংখ্যা বাড়তে পারে।

গতকাল থেকেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০১৮ সালে আবাসিক হোটেলটি উন্মুক্ত করা হয়। হোটেলটিতে ৫৪টি কক্ষ ছিল। কী কারণে ভবনের একাংশ ধসে পড়েছে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। ইতোমধ্যে তদন্তে শুরু হয়েছে।