বৌদ্ধ অধ্যুষিত তিব্বতে চীনের প্রেসিডেন্ট!

চীনের স্বায়ত্বশাসিত ও বিতর্কিত অঞ্চল তিব্বতে সফর করেছেন শি জিনপিং। গত ৩০ বছর পর দেশটির কোন রাষ্ট্র প্রধানের তিব্বত সফর। গত বুধ থেকে শুক্রবার তিনি বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলটিতে অবস্থান করেন। তবে শি’র সফর শেষে এই খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

তিব্বতে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সফরের বিষয়ে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম সিসিটিভি'র প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শি জিনপিং তিব্বতের ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন। তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। পরে লাসায় পোটালা প্রাসাদ স্কয়ার ও এর সংলগ্ন বৌধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন। তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা এই আশ্রমের এক সময়কার প্রধান ছিলেন। তবে হঠাৎ তিব্বতে সফর করলেন কেনো, এ বিষয়ে বেইজিং-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চীনের দুর্গম এবং মূলত বৌদ্ধ অধ্যুষিত তিব্বত একটি স্বশাসিত অঞ্চল। দীর্ঘ দিন থেকেই সেখানকার বাসিন্দারা সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতা হরণ হওয়ার অভিযোগ করে আসছে। বেইজিং বলছে,হিমালয়ের পার্বত্য এলাকাটির উন্নতি ও সমৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। অন্য অনেকের মধ্যে তিব্বতের নির্বাসিত প্রেসিডেন্ট লবসাং সাঙ্গাই অভিযোগ করে আসছেন, সেখানকার বাসিন্দাদের শিক্ষার নামে শ্রম শিবির এবং প্রশিক্ষণ কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে।

তিব্বতিরা চীনের শাসন মানতে রাজি নয়। এ কারণে ১৯৫৯ সালে তিব্বতিরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলেন,কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি।