১৬০ ফুট উঁচু থেকে পড়ে টিকটকার তরুণীর মৃত্যু

টিকটক ভিডিও বানাতে গিয়ে ১৬০ ফুট উচ্চতা থেকে পড়ে চীনের এক তরুণীর মৃত্যু হয়েছে। নিজের ভিডিও রেকর্ড করার সময় ক্রেন থেকে পড়ে মারা যান ২১ বছর বয়সী তরুণী জিয়াও কিউয়েমি।

ব্রিটিশ সংবাদমাধ্যম সানের খবরে বলা হয়েছে, চীনের কুজহু শহরে নিজের ভিডিও বানাতে ক্রেন থেকে ভিডিও করছিলেন এই টিকটক তারকা। ক্যামেরার সামনে কথা বলছিলেন জিয়াও। হঠাৎ ওই ক্রেন থেকে থেকে পড়ে যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার জানায়, ভিডিও’র সময় অসচেতনার কারণেই পড়ে যায় সে।

গত মঙ্গলবার কাজ শেষে বেশিরভাগ সহকর্মী যখন বাসায় ফিরে গেছে তখনই টিকটক ভিডিও বানানোর চেষ্টা করেন তিনি। স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে ফোনটি হাতে ধরা অবস্থায় মাটিতে পড়তে দেখা যায় তাকে। জিয়াও ওই টাওয়ারের ক্রেন অপারেটরের দায়িত্বে ছিলেন।

এই তরুণী টিকটকার চীনে বেশ সুপরিচিতি। সংবাদমাধ্যমে এসছে, তার বহু ফলোয়ার রয়েছে। জীবন ঝুঁকিতে ফেলে অনেককেই টিকটক ভিডিও বানাতে দেখা যায়। এতে দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয়।

চলতি মাসে হংকংয়ের প্রভাবশালী তারকা সোফিয়া চেউং ছবি তোলার সময় জলপ্রপাত থেকে পড়ে মারা যান।