চীনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো যুক্তরাষ্ট্র

পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের সক্ষমতা বাড়িয়ে তুলছে চীন। মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, পারমাণবিক অস্ত্রের জন্য চীন নতুন আরও ১১০টি ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করেছে। বেইজিং তাদের জিনজিয়াং অঞ্চলের পূর্বে হামির কাছে সাইলোর একটি নতুন ক্ষেত্র নির্মাণ করছে, এমন ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে। এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

চীনের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির ক্ষেপণাস্ত্র নিয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে আমেরিকার ফেডারেশন অব সায়েন্টিস্টিস (এএফএস)। দেশটির দক্ষিণ-পূর্বের ইউমেনের মরু এলাকায় প্রায় ১২০টি সাইলো নির্মাণ করছে বেইজিং। সাইলো হলো ভূগর্ভস্থ স্থাপনা, যেখানে বোমা বহনকারী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে ছোড়ার জন্য প্রস্তুত রাখা হয়।

বেইজিংয়ের এমন তৎপরতায় উদ্বেগ জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তা এবং রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা।
এ বিষয়ে মাইক টার্নার বলেন, 'চীনের পারমাণবিক অস্ত্রের মজুত উদ্বেগজনক এবং সেগুলো মোতায়েন করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের হুমকি দেওয়ার জন্য’। 

রিপাবলিকান দলের মাইক রজার্স বলেন, চীনে অস্ত্রের মজুত বাড়ানোর বিষয়টি নির্দেশ করছে যে ওয়াশিংটনের পারমাণবিক অস্ত্রের মজুতেরও দ্রুত আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া দরকার। ২০২০ সালে পেন্টাগনের একটি প্রতিবেদনে বলা হয়, চীনের পারমাণবিক বোমার মজুত সর্বনিম্ন অবস্থায় ২০০টির মতো এবং যেহেতু বেইজিং তাদের সামরিক বাহিনী আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে, তাই এই মজুত দ্বিগুণ করা হতে পারে। 

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ার সঙ্গে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েনডি শেরম্যানের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনায় বসার আগে চীনের নতুন সাইলো নির্মাণের খবর এলো।