চাপ নয়, তালেবান সরকারের জন্য সহযোগিতা চায় চীন

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, বিশ্বের উচিত চাপ দেওয়ার বদলে আফগানিস্তানকে সহযোগিতা করা। যখন দেশটি নতুন সরকার গঠন করার পথে রয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। কাবুল দখল করে তালেবানরা যখন সরকার গঠনের পথে রয়েছে তখন তিনি এই মন্তব্য করলেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পরিস্থিতি এখনও অস্থিতিশীল ও অনিশ্চিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আরও বেশি চাপ প্রয়োগের চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইতিবাটক পথে গাইড ও উৎসাহ দেওয়া। যা পরিস্থিতিতে স্থিতিশীল করতে সহযোগিতা করবে।

আফগানিস্তানের শাসক হিসেবে তালেবানকে এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি চীন। কিন্তু গত মাসে গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান মোল্লা বারাদারকে তিয়ানজিনে স্বাগত জানিয়েছে। ওই সময় বেইজিং বলেছে, আফগানিস্তানে শান্তি ও পুনর্গঠন কাজে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করছে তালেবান।  

ফোনালাপে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াং ইয়ি আরও বলেছেন, আফগানিস্তানকে ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত হবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের। এটি স্বাধীনতা ও জনগণের ইচ্ছাকে শ্রদ্ধা জানানো উচিত। সূত্র: রয়টার্স